গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়
পাইকগাছা, খুলনা ।
০১. রুপকল্প ও অভিলক্ষ্য
রুপকল্প(Vasion)
প্রাকৃতিক,জলবায়ুজনিত ও মনষ্যসৃষ্ট দুর্যোগের ক্ষতিকর প্রভাবে বিপদাপন্ন জনগোষ্ঠির ঝুঁকি সহনীয় পর্যায়ে কমিয়ে আনা ।
অভিলক্ষ্য(Mision)
দুর্যোগ ব্যবস্থাপনার সার্বিক সক্ষমতা শক্তিশালীকরণের মাধ্যমে জনগণের বিশেষ করে দরিদ্র ও দুর্দশাগ্রস্ত জনগোষ্ঠির ঝুঁকিহ্রাস এবং দুর্যোগ মোকাবেলায় সক্ষম জরুরী সাড়াদান পদ্ধতি প্রতিষ্ঠা ।
ক্রঃনং |
সেবার নাম |
সেবা প্রদান পদ্ধতি |
প্রয়োজনীয় কাগজপত্র এবং প্রাপ্তিস্থান |
সেবার মূল্য এবং পরিশোধ পদ্ধতি |
সেবা প্রদানের সময়সীমা |
দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (নাম, পদবি, ফোন নম্বর ও ইমেইল) |
০১. |
দৈনিক দুর্যোগ বার্তা, দুর্যোগের আগাম বার্তা |
টেলিফোন,ইমেইল, এসএমএস, মাইকিংসহ অনান্য প্রচার মাধ্যম |
দুর্যোগ সংক্রান্ত সিগনালের ডকুমেন্টস |
বিনামূল্যে |
তৎক্ষনিক |
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা/অফিস সহকারী কাম-কম্পিউটার অপারেটর টেলিফোন নং-০৪০২৭৫৬০৪২ |
০২. |
কাজের বিনিময়ে খাদ্য |
ইউনিয়ন পরিষদ এর অনুকূলে |
পরিপত্র অনুযায়ী ইউনিয়ন পরিষদ হতে অগ্রাধিকার তালিকা প্রাপ্তি, উপজেলা কর্তৃক বরাদ্দের বিভাজন, প্রকল্প প্রস্তুত এবং বিশেষ বরাদ্দের ক্ষেত্রে প্রকল্পের ছক প্রস্তুত করণ, উপজেলা কমিটির সুপারিশক্রমে জেলা কমিটিতে প্রেরণ । জেলা কর্ণধার অনুমোদন প্রাপ্তির পর খাদ্যশস্য/নগদ অর্থ ছাড় করণ । |
বিনামূল্যে |
৫০ (পঞ্চাশ) |
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা টেলিফোন নং-০৪০২৭৫৬০৪২ |
০৩. |
টেস্ট রিলিফ (টি,আর) |
ঐ |
বিনামূল্যে |
|
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা টেলিফোন নং-০৪০২৭৫৬০৪২ |
|
০৪. |
দুর্যোগ সহনীয় বাসগৃহ নির্মাণ |
ঐ |
বিনামূল্যে |
৪০ (চল্লিশ) |
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা টেলিফোন নং-০৪০২৭৫৬০৪২ |
|
০৫. |
অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসুচি |
অধিদপ্তর হয়ে প্রাপ্ত বিভাজনের ভিত্তিতে প্রকল্প বাস্তবায়নে পদক্ষেপ গ্রহন এবং নিবন্ধিত শ্রমিকদের ব্যাঙ্গক হিসাব মজুরী পরিশোধের নিমিত্তে Mother Account হতে Child Account এ স্থানান্তর করণ । |
বিনামূল্যে |
|
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা টেলিফোন নং-০৪০২৭৫৬০৪২ |
|
০৬. |
জিআর (নগদ অর্থ ও খাদ্য সহায়তা) |
ইউনিয়ন ভিত্তিক প্রাপ্ত বরাদ্দের বিভাজন, ইউনিয়ন পরিষদকে উপকারভোগীর তালিকা প্রেরণের জন্য পত্র প্রেরণ, তালিকা প্রাপ্তির পর উপজেলা কমিটির অনুমোদনক্রমে খাদ্যশস্যের ছাড়করণ । |
বিনামূল্যে |
বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে(দ্রুত সময়ে) |
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা টেলিফোন নং-০৪০২৭৫৬০৪২ |
|
০৭. |
ভিজিএফ |
বিনামূল্যে |
বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে(দ্রুত সময়ে) |
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা টেলিফোন নং-০৪০২৭৫৬০৪২ |
||
০৮. |
সেতু/কাল্ভার্ট প্রকল্প |
ঠিকাদারকে কার্যাদেশ প্রদানের মাধ্যমে |
মাননীয় সংসদ সদস্য মহোদয়ের সুপারিশক্রমে প্রকল্প তালিকা প্রণয়ন, প্রস্তাবিত প্রকল্প সমূহের হাইড্রোলিক ডাটা সংগ্রহপূর্বক অধিদপ্তরে প্রেরণ । অধি দপ্তর হতে প্রাক্কলন,ডিজাইন প্রাপ্তি এবং দরপত্র বিজ্ঞপ্তি প্রক্রিয়া সম্পন্ন করে বাস্তবায়ন কার্যক্রম গ্রহন । |
বিনামূল্যে |
|
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা টেলিফোন নং-০৪০২৭৫৬০৪২ |
০৯. |
এইচবিবি প্রকল্প |
বিনামূল্যে |
|
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা টেলিফোন নং-০৪০২৭৫৬০৪২ |
||
১০. |
ঢেউটিন ও গৃহ নির্মাণ বাবদ নগদ অর্থ |
উপকারভোগীর অনুকূলে |
নির্ধারিত ছকে মাননীয় সংসদ সদস্য, উপজেলা নির্বাহী অফিসার, ইউ,পি চেয়ারম্যান এর সুপারিশক্রমে উপকারভোগীর অনুকূলে বরাদ্দ প্রদান । |
বিনামূল্যে |
বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে |
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা টেলিফোন নং-০৪০২৭৫৬০৪২ |
১১. |
কম্বল বরাদ্দ |
ইউনিয়ন ভিত্তিক প্রাপ্ত বরাদ্দের বিভাজন, ইউনিয়ন পরিষদকে উপকারভোগীর তালিকা প্রেরণের জন্য পত্র প্রেরণ, তালিকা প্রাপ্তির বরাদ্দকৃত কম্বল ছাড়করণ । |
বিনামূল্যে |
বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে |
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা টেলিফোন নং-০৪০২৭৫৬০৪২ |
০৩) অভিযোগ ব্যবস্থাপনা পদ্ধতিঃ সেবা প্রাপ্তিতে অসন্তুষ্ট হলে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করুন । তিনি সমাধান দিতে ব্যর্থ হলে নিম্নোক্ত পদ্ধতিতে যোগাযোগ করুন ।
ক্রমিক নং |
কখন যোগাযোগ করবেন |
কোথায় যোগাযোগ করবেন |
নিষ্পত্তির সময় সীমা |
যোগাযোগের ঠিকানা |
০১. |
দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সামাধান দিতে ব্যর্থ হলে |
উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, পাইকগাছা, খুলনা । |
১৫ (পনের) দিন |
উপজেলা নির্বাহী অফিসার, পাইকগাছা, খুলনা । টেলিফোন নং- |
০২. |
ফোকাল পয়েন্ট কর্মকর্তা নির্দিষ্ট সময়ে সমাধান দিতে ব্যর্থ হলে |
জেলা প্রশাসকের কার্যালয়, খুলনা । |
|
জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা, খুলনা । টেলিফোন নং- |
০৪) আপনার কাছে আমাদের প্রত্যাশা
ক্রমিক নং |
প্রতিশ্রুতি/কাংখিত সেবা প্রাপ্তির লক্ষ্যে করনীয় |
০১. |
উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের নিমিত্ত প্রকল্প গ্রহন, শ্রমিক নিবন্ধনে ইউনিয়ন পরিষদকে আপনার সহযোগীতা সঠিক ও গুরুত্বপূর্ণ প্রকল্প বাস্তবায়ন, জাতীয় উন্নয়ন ও অগ্রগতিকে সাহায্য করবে । |
০২. |
হতদরিদ্র দুর্দশাগ্রস্ত মানুষকে সহায়তার ক্ষেত্রে সঠিক উপকারভোগী নির্বাচন ১০০% সফলতা লাভের প্রথম ধাপ । এক্ষেত্রে আপনার আন্তরিক সহযোগীতা/পরামর্শ আমাদের অগ্রযাত্রা এবং সামগ্রীক কর্মকান্ডকে তরান্বিত করবে । |
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS