গত অমাবস্যার প্রবল জোয়ারে পাইকগাছার দেলুটি ইউনিয়নে চকরি-বকরি বদ্ধ জলমহলে বেড়িবাঁধ ভেঙ্গে তিন গ্রাম প্লাবিত হয়েছে। পানিবন্দী হয়েছে প্রায় ২০০ পরিবার । প্রবল জোয়ার ও অতিবৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতায় ভুক্তভোগী মানুষের পাশে দাড়াতে খুলনা জেলার সুযোগ্য জেলা প্রশাসক মহোদয় জনাব মোঃ হেলাল হোসেন স্যারের নির্দেশনায় ২২-০৮-২০২০ ইং তারিখ শনিবার শুকনা খাবার,বিশুদ্ধপানি নিয়ে তাদের মাঝে উপস্থিত হন উপজেলা নির্বাহী অফিসার জনাব এ.বি.এম.খালিদ হোসেন সিদ্দিকী। এসময় তাঁর সাথে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্পবাস্তবায়ন কর্মকর্তা জনাব মোঃ ইমরুল কায়েস এবং উপ-সহকারী প্রকৌশলী (জনস্বাস্থ্য), জনাব আমিনুল ইসলাম। দুর্গত এলাকা পরিদর্শনকালে এলাকার জনগণের বিভিন্ন সমস্যা এবং জলাবদ্ধতার সমস্যার বিষয়ে কথা বলেন স্থানীয় ইউপি চেয়ারম্যান জনাব রিপন কুমার মন্ডল এবং সংশ্লিষ্ট ওয়ার্ড সদস্যগণ। ইউএনও এ বি এম খালিদ হোসেন সিদ্দিকী তাদের কথা শোনেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আলোচনা করে দ্রুত তাদের সমস্যা সমাধানের আশ্বাস দেন।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS